চার দিনের রিমান্ড শেষে আদলতে নেওয়া হয় অভিনেত্রী পরীমনিকে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ২টার কিছু আগে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে এসলাসে তোলা হয়। এসময় অনেকটা নীরবই ছিলেন পরীমনি।
বনানী থানার মাদক মামলা পরীমনির ফের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। দুপুর ২টার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে এ বিষয়ে শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে কাঁদতে শুরু করেন পরীমনি। শুনানি শেষে আদালত পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: পরীমনি ২ দিনের রিমান্ডে, রাজ ৬ দিনের
এরপর পরীমনিকে এসলাস থেকে লিফটে করে নামিয়ে আনা হয়। এসময় তাকে ঘিরে ছিলো বিপুল সংখ্যক পুলিশ। সিএমএম আদালতের সামনে সাংবাদিকদের ভিড় দেখে পরীমনি চিৎকার করে বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আপনারা সাংবাদিকরা কী করছেন।’
এরপর দ্রুত পরীমনিকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।