পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান জানিয়েছেন, মাদকের মামলায় গ্রেপ্তারকৃত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিসহ অন্য আসামিরা রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তদন্ত সংশ্লিষ্টরা এসব তথ্য যাচাই করছেন।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহবুবুর রহমান আরও বলেন, ‘মামলার তদন্তের স্বার্থেই পরীমনিকে পুনরায় রিমান্ড নিতে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
সিআইডি প্রধান বলেন, ‘পরীমনি, নজরুল ইসলাম রাজ, ফারিয়া মাহবুব পিয়াসা, মিশু, হেলেনা জাহাঙ্গীরসহ অন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা প্রত্যেকেই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বিশেষ করে, তাদের অতীত ও কৃতকর্মের কথা স্বীকার করছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ইতোমধ্যে কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। আরও যাদের নাম আসবে তাদের একে একে জিজ্ঞাসাবাদ করব। যদি পরীমনিসহ অন্য আসামির অপরাধের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের ছয়টি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িগুলোর মধ্যে আছে তিনটি জিপ, একটি বিএমডব্লিউ ও একটি ফেরারি। পাশাপাশি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাগুলোর তদন্ত শেষ করতে। এছাড়া, তাদের আর কোন কোন স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে, এসব সম্পত্তির উৎস কী, পাশাপাশি তাদের কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এসব অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা গচ্ছিত আছে, কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে ইত্যাদি বিষয় আমরা খতিয়ে দেখছি। এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে পুনরায় নতুন আইনে মামলা হতে পারে।’
‘ইতোমধ্যে মিডিয়ায় গ্রেপ্তারকৃতদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অনেকের নাম এসেছে। এরকম খণ্ডচিত্র এলে অনেকের সম্মানহানি হয়। এসব বিষয় বিবেচনা করা উচিত। আমরা তদন্ত করছি। তদন্তে যদি কারো নাম আসে, তাকে তো আমরা আইনের আওতায় আনব। অপরাধ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সম্ভ্রান্ত ব্যক্তির নাম উল্লেখ না করার জন্য অনুরোধ করা হচ্ছে,’ বলেন সিআইডি প্রধান।