চকলেটের লোভে ফেলে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মীর জামাল উদ্দিন রাইজিংবিডিকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করেছে। সন্দেহভাজন জাকিরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ধর্ষণের শিকার শিশুটির পরিবার এবং অভিযুক্ত জাকির পাশাপাশি থাকেন। এ কারণে শিশুটিকে জাকির আগে থেকেই চেনেন। বুধবার (১১ আগষ্ট) রাতে শিশুটিকে জাকির চকলেটের লোভ দেখিয়ে পাশে মনিরের ডেকোরেটরে নিয়ে যায়। এক পর্যায়ে ডেকোরেটরের সবাই চলে গেলে জাকির দোকানে থেকে যায় এবং শিশুটিকে ভেতরে নিয়ে প্রায় এক ঘণ্টা পর বের করে দেয়। এ সময় কান্নাকাটি করতে থাকে। আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে শিশুটিকে তার বাবা-মার কাছে নিয়ে যায়।
রাত দেড়টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জাকির ওই ডেকোরেটরে কাজ করেন।