আইন ও অপরাধ

পি কে হালদার কাণ্ডে ১২ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

আলোচিত পি কে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে এসব ব্যক্তিকে জিজ্ঞাবাদ করা হয়।

সূত্র জানায়- সুবিধাভোগি এসব ব্যক্তি ফাস ফাইন্যান্স থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা আত্মসাতের রহস্য উৎঘাটনে জন্য ১২ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালকসহ আরও যারা আত্মসাতে জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। আসল ঘটনা উৎঘাটনে আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার পূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে কোনোরূপ ঋণ আবেদন গ্রহণ না করেই যাচাই বাছাই ছাড়াই কোনো মর্টগেজ গ্রহণ ছাড়া প্রায় ২০টি কাগুজে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানকে ভূয়া ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেন।

জিজ্ঞাবাদের ব্যক্তিরা হলেন- এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহাকারী ব্যবস্থাপক নিয়াজ আহমেদ ফারুকী, দিপক কুমার চক্রবর্তী, সাবেক এসভিপি এবং কর্পোরেট ফিনান্স অ্যান্ড রিকভারি এবং আইন বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর আলম ভূইয়া,প্রিন্সিপাল শাখা ব্যবস্থাপক তানভির আহমেদ কমল, আইসিসি এন্ড রিকভারি হেড- মো. মনির হোসেন ও সিনিয়র অফিসার মিসেস মৌসুমী পাল।

ম্যানেজার আহসান রাকিব, সাবেক সিনিয়র অফিসার মিসেস তাসনিয়া তাহসিন রোজালিন, ভাইস প্রেসিডেন্ট ডেপুটি ম্যানেজার ও কর্পোরেট ফাইন্যান্স বিভাগের প্রধান মীর ইমাদুল হক, সাবেক ভিপি এবং সিএফও মো. মনিরুজ্জামান আকন্দ, মো.সাবেক এসভিপি আজিমুল হক এবং সাবেক প্রাক্তন এসইভিপি এবং সিএডির প্রধান প্রাণ গৌরাঙ্গ দে।