আইন ও অপরাধ

পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরতে পুরস্কার ঘোষণা

আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি সদস্যকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।

রোববার (২০ নভেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

আরও জানানো হয়, প্রত্যেকের জন্য ১০ লাখ করে মোট ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। কেউ যদি তাদের তথ্য দিতে পারেন, তাকে এ পুরস্কারের আওতায় আনা হবে। 

একইসঙ্গে পলাতক ২ জঙ্গি যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সীমান্তে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পড়ুন: পুলিশের চোখে স্প্রে মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গিকে ছিনতাই