আইন ও অপরাধ

দুর্ঘটনা নাকি নাশকতা, অনুসন্ধানে গোয়েন্দারা

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তার তদন্তে নেমেছে পুলিশ, ফায়ার সার্ভিসের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ইতোমধ্যে তারা ভাইরাল হওয়া দুই যুবকের সংশ্লিষ্টতা নিশ্চিত হতে মাঠে নেমেছে।

ঘটনার পর থেকে ব্যবসায়ীরা অভিযোগ করছেন, উচ্ছেদ করতে কেউ পরিকল্পিতভাবে আগুন দিতে পারে। তারা অভিযোগ করেন, এটি পরিকল্পিত আগুন।

অভিযোগের ভিত্তিতে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে দেখা যায়, দুই যুবক মার্কেটে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যাচ্ছে।

ঘটনার পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ বলেছিলেন, অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেল আরোহী যে দুই যুবকের ভিডিও ভাইরাল হয়েছে, ইতোমধ্যে তাদের চিহ্নিত করেছি। তাদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। আশা করছি, শিগগিরই তাদের আইনের আওতায় আনাতে পারবো।

এ বিষয়ে রোববার (৯ এপ্রিল) রাতে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, যে দুই যুবকের ভিডিও ভাইরাল হয়েছে তাদের আমরা খুঁজছি। এ ঘটনার তদন্তে সরকারের অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। তারা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে, আমাদের ব্যবসায়ীদের নাম-তালিকা  করতেই সময়ে চলে যাচ্ছে। ব্যবসায়ীদের কীভাবে দ্রুত ব্যবসার সুযোগ করে দেওয়া যায়, কীভাবে তাদের পুনর্বাসন করা যায় সে বিষয়ে কাজ করছি।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের রহস্য বের করতে আমরা কাজ করছি। ভাইরাল হওয়া দুই যুবকের সন্ধান করছি।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকালে ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। ভয়াবহ আগুনে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেটের সব দোকান পুড়ে যায়। পাশের এনেক্সকো টাওয়ারসহ আরও কয়েকটি ছড়িয়ে পড়েছিল আগুন। এ অগ্নিকাণ্ডে প্রায় ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।