আইন ও অপরাধ

বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসককে হত্যার হুমকি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। 

একাধিক হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডা. এস এম মোস্তফা জামান।

জিডিতে অভিযোগ করা হয়েছে, দেলাওয়ার হোসাইন সাঈদী বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. মোস্তফা জামানকে ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। 

তিনটি ফেসবুক গ্রুপ, পেজ ও ইউটিউব চ্যানেলের লিংক জিডিতে উল্লেখ করেছেন ডা. এস এম মোস্তফা জামান।

উল্লেখ্য, রোববার (১৩ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েন দেলাওয়ার হোসাইন সাঈদী। তাকে প্রথমে গাজীপুরের শহিদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।