আইন ও অপরাধ

শিক্ষক হত্যা মামলা: ৩ জনের দোষ স্বীকার

ঢাকার সাভারে নিজ বাসভবনের একটি কক্ষ থেকে লুঙ্গি দিয়ে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় গোলাম কিবরিয়া (৪৩) নামের সাবেক এক স্কুল শিক্ষকের খুনের মামলায় মূল পরিকল্পনাকারীসহ তিন জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর রাজিব হোসেন ঘটনার মূল পরিকল্পনাকারী ইমন, সাগর ও ছাদেক গাজীকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথক তিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। সাভার মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মনজুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাতে যশোর, ঝিনাইদহ ও রংপুর থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

উল্লেখ, গত ২০ আগস্ট সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকায় নিজ বাড়ির কক্ষ থেকে হাত-পা বাঁধা এবং গলায় গামছা পেঁচানো অবস্থায় গোলাম কিবরিয়া নামে সাবেক এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাভার থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।