আইন ও অপরাধ

৫৫ কেজি স্বর্ণ গায়েব: ৪ সিপাহীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ সিপাহীকে থানায় নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। তারা কাস্টমসে কর্মরত বলে জানা গেছে।

আরও পড়ুন: কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েব, মামলা

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া জানান, কাস্টম হাউজের গুদামের নিরাপত্তায় সিস্টেম ডিউটি করত এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। কাস্টমস হাউজের এই চার সিপাহীকে আজ পুলিশ হেফাজতে নেওয়া হয়। চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে প্রাথমিক তথ্য নিয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, রোববার (৩ সেপ্টেম্বর) বিমানবন্দর কাস্টমস হাউসে গুদামে রক্ষিত মালামাল গণনা করতে গিয়ে ৫৫ কেজি ৫১ গ্রাম স্বর্ণ খুঁজে পায়নি কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় বাদি হয়ে মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ।