বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির সমর্থনে ঢাকা আইনজীবী সমিতিতে মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১২টায় বিএনপিপন্থী শতাধিক আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সামনে হতে অবরোধের সমর্থনে মিছিল বের করে।
ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সিএমএম আদালত হয়ে আবার ঢাকা আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।
বিএনপিপন্থী আইনজীবী মহসিন মিয়া, খোরশেদ মিয়া আলম, ওমর ফারুক ফারুকী, হযরত আলী মিছিলে নেতৃত্ব দেন।
নেতারা বক্তব্যে বলেন, জুলুম নির্যাতন করে বিএনপির নেতাদের গ্রেপ্তার করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। এ সরকারের আয়ু আর বেশি দিন নাই। আমাদের এক দফার আন্দোলন সফল হবেই। আগামী দুদিনও মিছিল করার ঘোষণা দেন তারা।