আইন ও অপরাধ

পুলিশ হত্যা: আমীর খসরুকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজধানীতে পুলিশ কনস্টেবল আমিরুল হত্যাকাণ্ডে কার কার ইন্ধন ছিল, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাওয়া হবে। আমরা তাকে অনেক দিন ধরে খুঁজছিলাম। 

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তিনি (আমীর খসরু) একটা বাসায় পালিয়ে ছিলেন। গতকাল সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছি। পুলিশ হত্যার মামলায় আমীর খসরু চার নম্বর আসামি। প্রকাশ্য দিবালোকে আমাদের পুলিশ ভাইকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া, আমাদের আরও অনেক পুলিশ ভাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজন কোমায় চলে গেছেন। এ মামলার যারা আসামি তাদের সবাইকে আইনের কাছে সোপর্দ করা হবে।