আইন ও অপরাধ

নাশকতার দুই মামলায় বিএনপির ৬ নেতাকর্মী দণ্ডিত, খালাস ২১ 

নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা এক মামলায় বিএনপির ছয় নেতাকর্মীকে তিন বছর করে কারাদণ্ড এবং নয়জনকে খালাস দিয়েছেন আদালত। একই থানায় দায়ের করা আরেক মামলায় ১২ আসামির মধ্যে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ২০১৩ সালের নাশকতার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।

দণ্ডিত আসামিরা হলেন—ইমরান হোসেন রানা, মারুফ হোসেন, আল আমিন, হাসিবুল ইসলাম, রাশেদ ও আবুল কালাম আজাদ। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতরা পলাতক আছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।