আইন ও অপরাধ

নাশকতার মামলায় বিএনপি নেতা নীরবসহ ৭ জনের কারাদণ্ড

দশ বছর আগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবসহ সাত জনকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় দেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন-সাজেদুল ইসলাম সুমন ওরফে বাহা সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ওরফে আনোয়ার কমিশনার ও আবু বক্কর সিদ্দিক।

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিতদের মধ্যে সাইফুল ইসলাম নীরব কারাগারে আছেন। রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

২০১৩ সালের মে মাসে নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়।

চলতি বছর ৪ মার্চ বিকেল ৪টায় নীবরকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।