যারা দুর্নীতিবাজ, মানিলন্ডারিং করে তারা শুধু আমাদের সম্পদ চুরি করছে না, আমাদের সন্তানদের ভবিষ্যৎ চুরি করছে। তারা আমাদের স্বপ্ন চুরি করছে বলে মন্তব্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঞা গেণ্ডারিয়া থানার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে অর্থপাচার মামলায় সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন। অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। রায়ের পর্যবেক্ষণে এ মন্তব্য করেছেন আদালত।
আরও পড়ুন: এনু-রুপনের সাত বছরের কারাদণ্ড
পর্যবেক্ষণে আদালত বলেন, আমাদের প্রত্যেকের উচিত তাদের আইনের আওতায় আনতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা। এটা সত্য এ দেশের মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করে। তবে আমাদের উচিত তাদের সামাজিকভাবে বয়কট করা।
এদিকে, কারাদণ্ডের পাশাপাশি এনু ও রুপনকে ৫২ কোটি ৮৮ হাজার ৭৮৮ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
খালাস পাওয়া আসামিরা হলেন- শহীদুল হক, মো. রশিদুল হক ভুঁইয়া, মো. মেরাজুল হক শিপলু, জয় গোপাল সরকার, পাভেল রহমান ও ভুলু চন্দ্র দেব।