রাজধানীর আফতাবনগরে পোষা কুকুরকে হত্যার অভিযোগ করেছেন এক নারী। রোমানা আফরোজ নামের ওই নারী এ অভিযোগে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোমানা এলাকার কয়েকটি কুকুর দেখাশোনা করেন। বুধবার (৬ ডিসেম্বর) সকালে একটি কুকুরকে কে বা কারা হত্যা করেছে এই সন্দেহে থানায় সাধারণ ডায়েরি করেছেন। কুকুরটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, কুকুরটির নাম ছিল কুকি। তার দেখাশোনা করতেন রোমানা। এলাকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাগবিতণ্ডার কিছুক্ষণ পর মৃত অবস্থায় পাওয়া যায় কুকুরটিকে। যা হত্যা বলে ওই নারী ধারণা করছেন। রোমানা এলাকায় দশটি কুকুর দেখাশোনা করেন। নিয়মিত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।