আইন ও অপরাধ

আদালতে বোমা হামলার পরিকল্পনাকারী গ্রেপ্তার

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার নাম বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে ‘বোমা মাওলানা’। এ সময় তার কাছ থেকে বোমার মশলা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পাশাপাশি দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

এর আগে গত ২০ নভেম্বর বিকেলে যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে ও মহানগর আদালতের হাজতখানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।