৯ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির দিন আগামীকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে এ শুনানি হবে। গত ৩১ ডিসেম্বর আদালত শুনানির জন্য এ তারিখ ধার্য করেছিলেন।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে মির্জা ফখরুলের বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর পর তাকে হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে কারাগারে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।