আইন ও অপরাধ

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে ও ডিএমপি কমিশনারের ভাই পরিচয় দেওয়া ‘প্রতারক’ গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. জুটন মিয়ার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন এলাকায়। তিনি কামরাঙ্গীরচর এলাকায় বাস করতেন। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এসব তথ্য জানিয়েছেন। 

 বুধবার (১৭ জানুয়ারি) কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে জুটন মিয়াকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশের একটি দল। 

ওসি নূর মোহাম্মদ বলেছেন, প্রতারক জুটন মিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে ও ডিএমপি কমিশনারের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়ে এবং ছবি দেখিয়ে আব্দুর রাজ্জাক রাজন নামের এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময়ে ৭০ লাখ টাকা হাতিয়ে নেন। প্রতারণার শিকার আব্দুর রাজ্জাক বিষয়টি বুঝতে পেরে সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত আসামি জুটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় জুটনের অবস্থান শনাক্ত করে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।