আইন ও অপরাধ

কালো পতাকা মিছিল থেকে পুলিশ হেফাজতে মঈন খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে থানায় নেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবি আদায়ে রাজধানীর উত্তরায় কালো পতাকা মিছিল বের করেছিল বিএনপি। এ মিছিল থেকে তাকে থানায় নেওয়া হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মঈন খানকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জেনেছি। তবে বিস্তারিত জানতে পারিনি।

কালো পতাকা মিছিল থেকে ড. মঈন খান ছাড়াও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী পান্না ইয়াসমিনসহ আরও ১০ জনকেও উত্তরা পুলিশ আটক করেছে বলে জানান  শায়রুল কবির।

এদিকে, মঈন খানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহান।

তিনি বলেন, ‌‌‘আমরা তাকে থানায় অপেক্ষা করতে বলেছি। সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছি’।