আইন ও অপরাধ

এক মাসে বিজিবির হাতে জব্দ ১৪৬ কোটিরও বেশি টাকার অবৈধ পণ্য

জানুয়ারি মাসে সীমান্ত এলাকাগুলোসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ১৪৬ কোটি ৫৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী ও অস্ত্রশস্ত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পিলখানা বিজিবির সদর দপ্তর থেকে জানানো হয়, জব্দ করা চোরাচালান সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে ৬ কেজির বেশি স্বর্ণ, ২টি কষ্টি পাথরের মূর্তি এবং বেশ কয়েকটি বিভিন্ন ধরনের গাড়ি। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৯টি পিস্তলসহ আরও ৫টি বিভিন্ন ধরনের বন্দুক ও গুলি এবং গানপাউডার।

জানুয়ারি মাসে বিজিবি জব্দ করেছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এসবের মধ্যে রয়েছে সাড়ে ১০ লাখ পিসের বেশি ইয়াবা, ৮ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস, প্রায় ৪০ কেজি হেরোইন, বিভিন্ন ধরনের মদ ও অন্যান্য ওষুধ ও নেশাজাতীয় দ্রব্য।

বিজিবি জানায়, সীমান্তে তাদের অভিযানে চোরাকারবারের দায়ে ১৪৫ জন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৫০ জনকে আটক করা হয়েছে।