আইন ও অপরাধ

খৎনা করাতে গিয়ে শিশু আইহামের মৃত্যু, আটক ২

সুন্নাতে খৎনা করাতে গিয়ে রাজধানীর মালিবাগের একটি হাসপাতালে শিশু আননাফ তাহমিন আইহামের (১০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন তার বাবা।  ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জন নামীয় আর ৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

এদিকে, মামলার পর এ ঘটনায় ২ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় আইহামকে সুন্নাতে খৎনা করাতে রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে নেওয়া হয়। এ সময় তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এরপর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করা হয়।

আইহাম রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

আইহামের বাবা ফখরুল জানান, আনুমানিক রাত ৯টায় মালিবাগের জেএস হাসপাতালে দশ বছর বয়সী ছেলেকে সুন্নাতে খৎনা করতে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল পরিচালক ডা. এস এম মুক্তাদিরদের নেতৃত্বে আইহামকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় হাসপাতালে দায়িত্বরত ডা. মাহাবুব এবং ডা. ইশতিয়াক আজাদ। কিন্তু ঘণ্টাখানেক পরই ছেলের নিথর মরদেহ দেখতে পান।

উল্লেখ, গত ৮ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নাতে খৎনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। টানা সাত দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।