আইন ও অপরাধ

বেইলি রোডে অগ্নিকাণ্ড: পুলিশ সপ্তাহের শুক্রবারের অনুষ্ঠান বাতিল 

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের পর পুলিশ সপ্তাহের কর্মসূচির অন্তর্ভুক্ত শুক্রবারের (১ মার্চ) আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা বাতিল করা হয়েছে। এদিন মতবিনিময় সভার পাশাপাশি পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের গেট টুগেদার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। 

অগ্নিকাণ্ডে অনেক মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের পরপরই তিনি রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। আইজিপি ঘটনাস্থল পরিদর্শন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পুলিশ প্রধান হতাহতদের দেখতে গভীর রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। 

আইজিপি নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, ওই অগ্নিকাণ্ডে পুলিশের এক অতিরিক্ত ডিআইজির বুয়েটপড়ুয়া কন্যা মারা গেছেন।