হোটেল-রেস্তোরাঁয় অনিয়ম ও অব্যবস্থাপনা বিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। সোমবার (৪ মার্চ) গভীর রাতে পর্যন্ত এ অভিযানে রেস্তোরাঁ মালিক-ম্যানেজারসহ ২৪ জনকে আটক করা হয়।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে লালবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শহিদুল সাহেদ রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অনিয়ম ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন কারণে এসব ব্যক্তিদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, রসুলপুর, আশরাফাবাদ, লোহার ব্রিজসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হোটেল, রেস্তোরাঁ যথাযথ অনুমোদন রয়েছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু টেকসই, অগ্নি নির্বাপন যন্ত্র এবং ঝুঁকির বিষয়গুলো যথাযথভাবে এসব অভিযানে যাচাই-বাছাই করা হচ্ছে। রেস্তোরাঁগুলোতে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকে উদাসীন দেখা যায়। বড় ধরনের অগ্নি দুর্ঘটনা এড়াতে এসব অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।