রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য মো. মিলন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তিন দিনের রিমান্ড শেষে বুধবার (১ মে) মিলনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-পরিদর্শক মো. ইসমাইল হোসেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত আসামির জবানবন্দি রেকর্ড করেন। এর পর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ২৮ এপ্রিল মিলনের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে ২৭ এপ্রিল রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মিলন স্বীকার করে যে, সে নব্য জেএমবির।