আইন ও অপরাধ

হেরোইন উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন 

সাত বছর আগে রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপারা এলাকায় ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় আসামি মেহেদী হাসান ওরফে রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (১৯ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বেলায়েত হোসেন ঢালী এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি নাখালপাড়া এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাইক পেট্রোল-৬২ চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন লোক দ্রুত পলায়নের চেষ্টা করে। এরপর তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে তিনশ বিয়াল্লিশ পুড়িয়া হেরোইন (যার ওজন ৮৫ গ্রাম) উদ্ধার করা হয়।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিম মামলা করেন। এরপর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১৬ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।