আইন ও অপরাধ

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় পুলিশ 

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় জেলা পুলিশ, নৌ পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

রোববার (২৬ মে) রাতে পুলিশ হেডকোয়ার্টার থেকে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সার্বক্ষণিক ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। 

আইজিপির সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় উপকূলীয় জেলাগুলোতে পুলিশ সদস্যরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দুর্গত এলাকার জনসাধারণ বিশেষ করে বৃদ্ধ, নারী-শিশু এবং গবাদি পশু আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার কার্যক্রম নিরলসভাবে অব্যাহত রেখেছেন।

এ ছাড়া, পুলিশ আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার সরবরাহ করাসহ দুর্যোগকবলিত মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সচেষ্ট রয়েছে। দুর্যোগ নিরসন না হওয়া পর্যন্ত পুলিশের এ মানবিক সহায়তা ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।