আইন ও অপরাধ

ব্রিকস’র বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

আগামী ১০ জুন রাশিয়ার রাজধানী মস্কোতে শুরু হবে ব্রিকস’র দুই দিনব‌্যাপী মন্ত্রী পর্যায়ের বৈঠক। এ বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সোমবার (৩ জুন) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ম্যানতিতস্কি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণপত্র পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

ব্রিকস’র বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ করায় ল‌্যাভরভকে ধন্যবাদ জানিয়েছেন হাছান মাহমুদ। এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার সমর্থনকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

দুই দেশের মধ্যে শিক্ষা সনদ স্বীকৃতি, রাশিয়ায় আরও জনবল রপ্তানিসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলাপ করেন তারা। রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আরও প্রশিক্ষিত কর্মী নেওয়ার সম্ভাবনার কথাও জানান।