আইন ও অপরাধ

ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের জামিন

গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ জুন) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুল নিস্পত্তির এ আদেশ দেন। 

আশফাকুল হকের জামিন প্রশ্নে রুল জারি করেন আদালত। এর আগে, এ মামলায় জামিন পান তার স্ত্রী তানিয়া খন্দকার।

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। প্রীতি ওড়ান নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী ওই ভবনের বাসিন্দা ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। পরদিন প্রীতির বাবা লুকেশ ওড়ান সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগ করা হয়েছে।