রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় ঘাতক কনস্টেবল কাউসার আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৫ জুন) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল মান্নাফ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য গত ৯ জুন কাউছারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই কনস্টেবল মাহাবুবুল হক ৯ জুন গুলশান থানায় মামলা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মনিরুল হক (২৭) ৮ জুন থেকে কনস্টেবল কাউছার আলীর সাথে পুলিশ বক্সে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সশস্ত্র অবস্থায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তামূলক ডিউটিতে নিয়োজিত ছিলেন। ডিউটি করাকালে রাত পৌনে ১২টার দিকে কাউছার আলীর সাথে ডিউটি করা নিয়ে মনিরুলের বাকবিতন্ডা হয়। বিতন্ডার এক পর্যায়ে কাউছার আলী উত্তেজিত হয়ে মনিরুলকে কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারী গুলি করতে থাকে। গুলিতে মনিরুল ঘটনাস্থলেই মারা যায়।