আইন ও অপরাধ

কুরিয়ারে পাচার হচ্ছিল ইয়াবার চালান 

রাজধানীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে, এ সময় কোনো মাদক কারবারিকে গ্রেপ্তার করা যায়নি।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার (১৫ জুন) ডিএনসির (ঢাকা মেট্রো- উত্তর) সহকারী পরিচালক রাহুল সেনের তত্ত্বাবধানে মোহাম্মদপুর সার্কেলের নেতৃত্বে রাজধানীর কাকরাইলে এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়।  এ সময় ভবনের নিচ তলায় অবস্থিত প্যাকেট রুম থেকে মালিকবিহীন অবস্থায় তিনটি এনার্জি বুস্টার লেখা প্লাস্টিকের কৌটার মধ্যে থাকা অ্যামফিটামিনযুক্ত ৬ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে অন্য একটি এনার্জি বুস্টার লেখা প্লাস্টিকের কৌটার মধ্যে থেকে আরও ১ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

জানা গেছে, ইয়াবারের চালানটি কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল মাদক কারবারিদের। তবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান আঁচ করতে পেরে তারা আগেই সরে পড়ে।