আইন ও অপরাধ

সহিংসতা: ৫ দিনে কারাগারে পাঠানো হয়েছে ১২৫৮ আসামিকে 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় গত পাঁচ দিনে রাজধানীর বিভিন্ন থানার দায়ের হওয়া বিভিন্ন মামলায় এক হাজার ২৫৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গত ২২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুর রায় চৌধুরীসহ আরও ৪৭৪ জনকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত ২২ জুলাই ৩৯৪ জন, ২১ জুলাই ১৮৮ জন, ২০ জুলাই ১৪২ জন ও ১৯ জুলাই ৬০ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া, ২৭ আসামির তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ ঢাকা মহানগরের ৩৭টি থানার মামলায় গ্রেপ্তার ৪৭৪ আসামিকে আদালতে হাজির করা হয়। তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। 

কারাগাারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছে। কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রাজধানীর মিরপুর মডেল থানার ৩৭ জন, বাড্ডা থানার ৫০জন, ভাটারা থানার ১৮ জন, মোহাম্মদপুর থানার আটজন, আদাবর থানার চারজন, তেজগাঁও থানার ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৬ জন, হাতিরঝিল থানার ১৩ জন, রমনা মডেল থানার একজন, তুরাগ থানার সাতজন, উত্তরা পূর্ব থানার ২৪ জন, উত্তরা পশ্চিম থানার ৬ জন, পল্টন মডেল থানার চারজন, মতিঝিল থানার সাতজন, শাহাজাহানপুর থানার ৬ জন, রামপুরা থানার ১৮ জন, সবুজবাগ থানার একজন, কলাবাগান থানার তিনজন, নিউমার্কেট থানার আটজন, সূত্রাপুর থানার পাঁ চজন, ওয়ারী থানার ৪১ জন, ক্যান্টনমেন্ট থানার দুজন, রূপনগর থানার ১২ জন, পল্লবী থানার ১৮ জন, কাফরুল থানার ছয়জন, কদমতলী থানার ৪৪ মামলায়, ধানমন্ডি থানার সাতজন, মুগদা থানার ছয়জন, যাত্রাবাড়ী থানার ২৬ জন, ডেমরা থানার মামলায় ১৮ জন, বনানী থানার ৩৮ জন, গুলশান থানার চারজন, বিমানবন্দর থানার দুজন, কোতয়ালি থানার পাঁচজন, বংশাল চারজন থানার, লালবাগ থানার চারজন রয়েছেন। এছাড়া, শেরেবাংলা নগর থানার মামলায় ছয়জন, শাহবাগ থানার পাঁচজন, ধানমন্ডি থানার চারজন, মিরপুর মডেল থানার একজন এবং চকবাজার থানার একজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

গ্রেপ্তার আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, আমান উল্লাহ আমান, জামায়াতের সেক্রেটারি গোলাম পারওয়ার, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর রয়েছেন।