ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের গেট ভেঙে ভেতর প্রবেশ করেছে আন্দোলনকারীরা। এছাড়া, পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টা ৫০মিনিটের দিকে তারা সিএমএম আদালতের ভেতরে প্রবেশ করে হামলা চালায়। নিক্ষেপ করে ইটপাটকেল।
এর আগে বেলা ১১টার দিকে লাঠি হাতে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেন একদল যুবক। তারা ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে যায়। এসময় তারা একটি পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন দেয়।