আইন ও অপরাধ

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, আছাদুজ্জামান মিয়াকে মহাখালী ফ্লাইওভারের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খিলগাঁও থানার একটা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, বর্তমান ও সাবেক আরও ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। এর আগে নিহতের বাবা খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আছাদুজ্জামান মিয়া ২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন। ২০১৯  সালের ১৩ আগস্ট চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তাকে অবসরত্তোর ছুটি বাতিলের শর্তে ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস মেয়াদে ডিএমপির কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।