আইন ও অপরাধ

জমি বুঝে না পাওয়ায় ওয়ারীতে দুই ভাইকে হত্যা: পুলিশ 

জমি নিয়ে বিরোধের জেরে ওয়ারীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য জানান।

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা এসব তথ্য জানান।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সালেহ উদ্দিন বলেন, এ ঘটনায় জমির মালিক অ্যাডভোকেট মো. আকবর হোসেন, তার ছেলে মো. আসিফ সুলতান সিফাত ও সিফাতের বন্ধু মো. আজহারুল ইসলাম খান রিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মো. ছালেহ উদ্দিন আবাসনের জন্য ১৪ লাখ টাকা জমা দেন। অনেক বছর অপেক্ষার পরও জমি বুঝে না পেয়ে মালিকের সঙ্গে তর্কে জড়ান। এ ঘটনায় দুই ভাইকে হত্যা করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাদের দেখানো স্থান থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। চুক্তি করে ১০ বছরেও ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানি ফ্ল্যাট বুঝে না দেওয়ায় এবং সেখানে জমির মালিকের যোগসূত্র থাকায় তাদের বিরুদ্ধেও প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।