আইন ও অপরাধ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি কালু ও ৩ সহযোগী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি কালু ওরফের দাঁতভাঙ্গা কালু ও তার তিন সহযোগীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক রাহুল সেন রাইজিংবিডিকে জানিয়েছেন, শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়ি মেইন রোডে নজরুল অটোমোবাইল ওয়ার্কস দোকানের সামনে থেকে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী দাঁতভাঙ্গা কালুকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে মোহাম্মদপুর চাঁদ উদ্যান হাউজিং রোডে রাজমহল কসমেটিকস দোকানের সামনে থেকে জসীম মুন্সীকে এবং জেনেভা ক্যাম্পের আসলাম বিতান দোকানের সামনে থেকে নূরউদ্দিন ও মো. জীবনকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পসহ আশপাশের এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ নানা মাদক বিক্রি করছিল। দাঁতভাঙ্গা কালুর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।