আইন ও অপরাধ

হাতিরঝিলে অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলে অপহৃত মাকসুদ পরভেজকে উদ্ধার করা হয়েছে। তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মারুফ হোসেন, মো. ফয়সাল ও মো. ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২ অক্টোবর) দুপুরে হাতিরঝিল থানাধীন উলন মাতবর বাড়ি রোডে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) হাতিরঝিলের উলন মাতবর বাড়ি রোডে মাকসুদ পরভেজকে কতিপয় সন্ত্রাসী অপহরণ করে মুক্তিপণের দাবিতে আটক করে রাখে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাকসুদের একটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ ১৪ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ মাকসুদকে উদ্ধার করে। পরে অপহরণকারীরা মাকসুদের কাছে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করে। মাকসুদ দ্রুত বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করেন।