আইন ও অপরাধ

বনানীর স্টার কাবাবের ১১ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগে মামলায় রাজধানীর বনানীর স্টার কাবাবের ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) বনানী থানায় সালেহ মোহাম্মদ রশিদ অলক নামে একজন সাংবাদিক এ মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন বনানীর স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানীর সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় দোকানের লোকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে মেরে রক্তাক্ত করা হয়। ডান হাত ও ডান পা ভেঙে যায়। কপাল-মাথা ফেটে রক্তাক্ত হন তিনি। তার এ রক্তাক্ত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সতীর্থ সাংবাদিকদের অনেককেই প্রতিবাদ জানাতে দেখা যায়।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার জানান, এ ঘটনায় স্টার কাবাবের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অজ্ঞাত আরও পাঁচ-ছয় জনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক গ্রেপ্তার করে সবাইকে আইনের আওতায় আনা হবে।