রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন ছিনতাইকারীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৩ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার উপপরিদর্শক শিব্বির আহমেদ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের তিন দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত প্রত্যেকের এক দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)। তবে এদিন আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
জানা যায়, তাঁতীবাজার ১৭ নম্বর পূজামণ্ডপের পেছনে শুক্রবার রাত ৮টার দিকে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে ছিনতাইকারীরা তাদের চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ ঘটনায় তিন ছিনতাইকারীর কাছ থেকে একটি ইমিটেশনের চেইন এবং চাকু উদ্ধার হয়। তবে পূজামণ্ডপে কেরোসিন ভর্তি বোতল ছুড়ে নাশকতার ঘটনায় এখন পর্যন্ত পূজা কমিটির পক্ষ থেকে অথবা নাশকতাকারী পালানোর সময় ছুরির আঘাতে আহত করার ঘটনায়, আহতদের পক্ষ থেকে কেউ মামলা করেনি। পরে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুশদ হাসান বাদী হয়ে ১২ অক্টোবর মামলা করেন।