রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১৩১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। জরিমানা করা হয়েছে ৪৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ডিএমপি মিডিয়া থেকে জানানো হয়, অভিযানে ২২৩টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।