আইন ও অপরাধ

রিমান্ড শেষে কারাগারে শাজাহান খান

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী সৈয়দ মুনতাসির রহমান হালিম হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) শাজাহান খানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোজাহিদুল ইসলাম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

কারাগারে আটক রাখার আবেদন বলা হয়, গত ২ নভেম্বর আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তা মামলার তদন্তকাজে সহায়ক হবে। আসামির দেওয়া তথ্যগুলো যাচাই করা হচ্ছে। গত ৫ নভেম্বর তার চার দিনের রিমান্ডের মেয়াদ শেষ হলেও ৪ নভেম্বর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আসামি চিকিৎসা শেষে সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে তাকে আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত অব্যাহত আছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাতে পারেন তিনি। 

গত ২ নভেম্বর শাজাহান খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর পর একাধিক হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।