রাজধানীর মোহাম্মদপুর থানার সামনের ফুটপাত থেকে একটি বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার, ম্যাগজিনসহ একটি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। কে বা কারা অস্ত্রগুলো রেখে গেছে কিংবা কীভাবে এখানে আসলো, তা জানাতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এক পথচারী মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাত দিয়ে যাওয়ার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান। তিনি ওই ব্যাগ মোহাম্মদপুর থানায় নিয়ে আসেন। থানায় নিয়ে আসার পর পুলিশ ব্যাগ খুলে সেখান থেকে একটি রিভলবার, ম্যাগজিনসহ একটি পিস্তল, বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি, একটি হ্যান্ড মাইক ও ছোট একটি সিগনাল লাইট উদ্ধার করে।