রাজধানীর মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে আকবর আলী মণ্ডল (৩৮) নামে ভারতের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকবর আলী মণ্ডলের বন্ধু ফারজু মণ্ডল বলেন, ৮ নভেম্বর আমরা ৬ বন্ধু মিলে ভারত থেকে বাংলাদেশে ভ্রমণে আসি। এখানে এসে মিরপুর ১০ নম্বর একটি আবাসিক হোটেলে উঠি। মধ্যে রাতে আমাদের বন্ধু আকবর আলী হঠাৎ চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানায়। আকবর আলী মণ্ডলের বাড়ি একই থানার কোপরা গ্রামে। তার বাবার নাম আমির উদ্দিন মণ্ডল।
ঢামেক পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।