রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বিল্লাল হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে এ দুঘার্টনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিল্লাল হোসেনকে হাসপাতালে নেওয়া সহকর্মী জামাল হোসেন বলেন, ‘আজ দুপুরে বিল্লাল যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার মহিলা মাদ্রাসার পাঁচ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কলমে রড বিছাচ্ছিল। সে সময় পাশে থাকা তারে রড লেগে বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’
তিনি আরও বলেন, ‘বিল্লালের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল থানায়। তার বাবার নাম খোকন মিয়া। যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় নির্মাণাধীন ভবনের ব্যারাকে থাকতেন তিনি।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’