রাজধানীর উত্তরা বাউনিয়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে দিনু বেগম (৪০) নামে এক নারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১০ নভেম্বর)) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী নুরুল আমিন জানান, তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। আর তার স্ত্রী মানুষের বাসা বাড়িতে কাজ করতেন। তার ছেলে জিহাদ (২৫) মানসিক ভারসাম্যহীন। তাই বেশিরভাগ সময় তিনি ঘরেই থাকতেন। রোববার ভোরের দিকে মায়ের কাছে টাকা চান জিহাদ। টাকা না দেওয়ায় মাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো ফারুক বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, উত্তরা থেকে ওই নারীর স্বজনরা মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দিনু বেগমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার লাল ভাঙ্গা গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল আজিজ। উত্তরা বাউনিয়া এলাকায় স্বামী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন।