আইন ও অপরাধ

ডিজে পার্টির আড়ালে মাদক বেচাকেনা, গুলশানের হোটেল থেকে গ্রেপ্তার ২

রাজধানীর অভিজাত হোটেলে ডিজে পার্টির আড়ালে চলে মাদকের বেচাকেনা। গুলশানের হোটেলে অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।   

সোমবার (১১ নভেম্বর)  ডিএনসি উত্তর কার্যালয় থেকে জানানো হয়, ভোরে অতিরিক্ত পরিচালক মো. বদরুদ্দিনের নেতৃত্বে ঢাকা মেট্রো (উত্তর) ও ঢাকা গোয়েন্দা সমন্বয়ে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকায় কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামীয় হোটেলে অভিযান চালায়। 

এ সময় ১১ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ারসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাঝে মাঝে আবাসিক হোটেলে অশ্লীল ডিজে পার্টির আয়োজন করে। অভিজাত শ্রেণির যুবক-যুবতি এতে অংশগ্রহণ করে। এদের মাঝে সরবরাহ করা হতো বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কামাল উদ্দিন ও মো. আরিফুল ইসলাম। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।