আইন ও অপরাধ

শার্শা সীমান্ত থেকে আটক আওয়ামী লীগ নেতা কিরণ

যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বিজিবি।

আসাদুর রহমান কিরন গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর পাগাড় এলাকার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকা অবস্থায় গাজীপুর সিটি কর্পোরেশনের দুই মেয়াদে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বের পাশাপাশি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্বে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি আসাদুর রহমান কিরন।

উল্লেখ্য, ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এছাড়া এর আগেও আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গী পূর্ব থানার একজন উপ-পরিদর্শক ঘটনার সত্যতা জানিয়ে বলেন, গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রকে আটক করেছে বিজিবি।