পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ জামিনের আদেশ দেন।
মেহেদী হাসান চৌধুরীর পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
পরে আদালত থেকে বেরিয়ে জেড আই খান পান্না বলেছেন, ‘‘মেহেদী হাসানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই। তিনি এখন কেরানীগঞ্জ কারাগারে আছেন। সেখান থেকে মুক্তি পাবেন বলে আশা করছি।’’
গত ১০ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে মেহেদী হাসান চৌধুরীকে গ্রেপ্তার করে ঝিনাইদহ জেলা পুলিশ। রাজধানীর আদাবর থানায় করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ২২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট সকাল ১১ টার দিকে রুবেলসহ কয়েকশ’ মানুষ আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালান। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।