আইন ও অপরাধ

রমজান হত্যা: আ.লীগ নেতা ইউনুস কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে মো. রমজান মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর মামলায় ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুসকে (৫৪) কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. আবুল হাসান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মো. ইউনুসকে কারাগারে আটক রাখার আবেদন করেন৷

আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন৷ রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে মো. ইউনুসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর হোটেল ৭১-এর পাশের গলি থেকে মো. ইউনুসকে গ্রেপ্তার করে পুলিশ। 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতার মিছিলের সঙ্গে পল্টনের দিকে যাচ্ছিলেন মো. রমজান মিয়া। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন তিনি। ৬৫ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৯ অক্টোবর মারা যান মো. রমজান মিয়া। 

এ ঘটনায় গত ২৯ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করে পল্টন থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. জামাল উদ্দীন।