আইন ও অপরাধ

নিম্ন আদালতে অবকাশ শুরু, ক্ষুব্ধ ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীরা

সারা দেশে জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে সোমবার (২ ডিসেম্বর) বাৎসরিক অবকাশ শুরু হয়েছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অবকাশ চলাকালীন এসব আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সারা দেশে ম্যাজিস্ট্রেট আদালত এ ছুটির আওতাবহির্ভূত থাকবে।

অবকাশকালে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহানকে জরুরি মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৪, ৫, ১১, ১২, ১৮, ১৯, ২৬ ও ১৯ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার ১ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইব্রাহিম মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৪, ৫, ১১, ১২, ১৮, ১৯, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বাৎসরিক ছুটির আওতাবহির্ভূত থাকায় এসব আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এসব আদালতের বিচারকরাও ক্ষুব্ধ বলে জানিয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ম্যাজিস্ট্রেট আদালতের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেছেন, ‘‘সবার অধিকার সমান হওয়া উচিত। সব কোর্টে ছুটি, আমরা কেন এর বাইরে? এই এক মাস কাজ করার জন্য সরকার তো আমাদের অতিরিক্ত টাকাও দেয় না। বিনোদন সবার দরকার।’’

ম্যাজিস্ট্রেট কোর্টকেও বাৎসরিক ছুটির আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।