স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।
বুধবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
ফলে, কারাগার থেকে বাবুল আক্তারের মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ২৭ নভেম্বর বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ বাবুল আক্তারকে জামিন দেন। তবে, ১ ডিসেম্বর জামিন স্থগিত চেয়ে আবেদন করেন তার শ্বশুর মোশাররফ হোসেন।
গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বাবুল আক্তারের জামিন আবেদন করা হয়। তবে, ১৮ আগস্ট আদালত তার আবেদন নামঞ্জুর করেন।